নিজস্ব প্রতিবেদক: ক্ষুদ্র নৃতাত্তিক জাতি জাতিগোষ্ঠীর উরাও সম্প্রদায়ের কারাম উৎসব উপলক্ষে শনিবার দিনব্যাপি আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গোদাগাড়ীর গুনিগ্রাম স্কুল মাঠ প্রাঙ্গনে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র একাডেমিন গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু।
অনুষ্ঠানে ন উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির নির্বাহী পরিষদ সদস্য ও গোদাগাড়ী উপজেলা দিঘরী রাজা পরিষদের প্রধান উপদেষ্টা চিত্তরঞ্জন সরদার, অবসরপ্রাপ্ত কাস্টম কর্মকর্তা সুনন্দন দাস রতন, গোদাগাড়ী উপজেলা দিঘরী রাজা পরিষদের রাজা নিরেন চন্দ্র খালকো, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির নির্বাহী পরিষদ সদস্য প্রিসিল্লা সেলি বিশ^াস, সুশেন কুমার শ্যামদুয়ার, সুবোধ কুমার মাহাতো, গড়াইত দিঘরী পরিষদের সভাপতি ললিন চন্দ্র সরদার, পাহাড়িয়া বাইস পরিষদের সভাপতি মলিন লাকড়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন।
আরো উপস্থিত ছিলেন একাডেমির গবেষনা সহকারী মোহাম্মদ শাজাহানসহ গোদাগাড়ী উরাও ও সাঁওতারসহ অন্যান্য সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ।
আলোচকবৃন্দ উরাও সম্প্রদায়ের কারাম উৎসব সম্পর্কে তুলে ধরেন। কারাম এই সম্প্রদায়ের এটা ধর্মীয় উৎসব। এই উৎসবের মাধ্যমে তারা নবান্নের ফসল খান। এই উৎসব নিয়ে দুইদিনব্যাপি অনুষ্ঠান হয়। প্রথমদিনে নানা আয়োজনে কারাম ডাল পুজা এবং পরের দিন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বলে উল্লেখ করেন তারা। সেইসাথে উরাও সম্প্রদায়ের হারিয়ে যাওয়া এই ধর্মীয় উৎসব তুলে ধরার জন্য রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির সকলকে ধন্যবাদ জানান। শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীসহ সকল দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।