নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার দুপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপি দলীয় কার্যালয়ে রাজশাহী জেলা ওলামা দলের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল।
ওলামাদল রাজশাহী জেলা শাখার আহ্বায়ক মাওলানা তাজউদ্দিন খান এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সািচব মামুন অর রশিদ মামুন, জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ^নাথ সরকার, সদস্য রায়হানুল আলম রায়হান, গোলাম মোস্তফা মামুন, কৃষকদল কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক আল-আমিন সরকার টিটু ও জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন। আরো উপস্থিত ছিলেন জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা সাজেদুর রহমানসহ ওলামা দলের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
উপস্থিত বক্তাগণ বলেন, বিএনপি সরকার পতনের একদফা আন্দোলনে রয়েছে। বর্তমানে আন্দোলনের শেষ পর্যায়ে তারা আছেন। অক্টোবর মাসের দুই সপ্তাহের মধ্যে এই সরকারের পতন ঘাটনো হবে। সরকার পতনের আন্দোলনে ওলামা দলের সকল নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহন করার আহ্বান জানান তারা। সেইসাথে তিন বারের সফল সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ আটককৃত সকল নেতাকর্মীর নি:শর্তমুক্তিসহ বিদেশে নিয়ে চিকিৎসা করার দাবী জানান। শেষে বেগম জিয়ার আশুরোগমুক্তি কামনাসহ অসুস্থ সকল নেতাকর্মীর সুস্থ্যতা, মৃত মুসলিম ব্যক্তিদের রুহের মাগফিরাত ও মুসলিম উম্ম্হার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।