নিজস্ব প্রতিবেদক: আগামী দুই অক্টোবর ঢাকার নয়া পল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশ সফল করতে শনিবার বাদ আসর রাজশাহী মহানগর কৃষক দলের আয়োজনে প্রচারণামূলক লিফলেট বিতরণ করা হয়। নেতৃবৃন্দ রাজশাহী মালোপাড়া হতে লিফলেট বিতরণ শুরু করে সাহেববাজার কাপড়পট্টি, বড়রাস্তা ও আরডিএ মার্কেটসহ বিভিন্ন দোকানের মালিক-কর্মচারী, রিক্সা ও অটোরিক্সা চালক ও পথচারীদের মধ্যে এই লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরনের পূর্বে বক্তব্যে রাজশাহী মহানগর কৃষক দলের আহ্বায়ক শরফুজ্জামান শামীম বলেন, দুই অক্টোবর হবে এই সরকারের পতনের শেষ দিন। ঢাকার সমাবেশ থেকেই পতন শুরু হবে। আর এই সমাবেশে বাধা দিলে তা সহ্য করা হবেনা। তিনি আরো বলেন, আওয়ামী লীগ তথা এই অবৈধ সরকারের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেও বিএনপিকে ঢাকায় আর দাঁড়াতে দেবে বলে ঘোষনা দিয়েছেন। কিন্তু এতে বিএনপি থোরাই কেয়ার করেনা। এখন যেখানে বাধা সেখানেই প্রতিরোধ বলে উল্লেখ করেন তিনি। বক্তব্য শেষে নেতৃবৃন্দ লিফলেট বিতরণে করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি, ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সািচব মামুন অর রশিদ মামুন, জেলা বিএনপির সদস্য রায়হানুল আলম রায়হান, গোলাম মোস্তফা মামুন, কৃষকদল কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক আল-আমিন সরকার টিটু।
আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর কৃষক দলের সদস্য, শামীম হোসেন, মাসুদ, রাসেল, বাবু, অসিত কুমার সাহা, রাজপারা থানা কৃষক দলের আহ্বায়ক মোকলেসুর রহমান ডাবলু, রাজশাহী মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিন,অন্তর, রানা বিএনপি বোয়ালিয়া থানার নেতা শামীম সাহাদ মিন্টু, মোহন ও মোবারক হোসেন সহ কৃষক দলের অন্যান্য নেতা কর্মী।