নিজস্ব প্রতিবেদক: আগামী বছরের জানুয়ারী মাসে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে দেশে বিদেশে ষড়যন্ত্র শুরু করেছে বিএনপি জামায়াত। কিন্তু তাদেও এই ষড়যন্ত্র কোনই কাজে আসবে না। যতা সময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলো বলে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। প্রতিটি সেক্টরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। নিজস্ব অর্থায়নের পদ্মা সেতু করেছে। এই স্থাপিত হয়েছে পারমানিক চুল্লি। শনিবার বিকেলে নগরীর কাশিয়াডাঙ্গা হতে মোটর সাইকেল র্যালি শুরু করেন রাজশাহী জেলা আওয়াশী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পবা-মোহনপুর আসনের নৌকার সম্ভব্যা প্রার্থী আসাদুজ্জামান আসাদ এই কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, ২০৪১ সালে মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। এই ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনে আবারও নৌকাকে বিজয়ী করার আহ্বান জানান তিনি। সেইসাথে আওয়ামী লীগের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে প্রচার করার জন্য নেতাকর্মীদেও আহ্বান জানান তিনি। রালি শেষে বক্তব্যে তিনি এই আহ্বান জানান। তিনি মোটর সাইকেল র্যালি নিয়ে দামকুড়া, হয়ে শীতরাই দিয়ে , দারুসা, হুজরীপাড়া, নওহাটা দিয়ে রামচন্দ্র হয়ে খড়খড়ী বাইপাসে এসে শেষ করেন সেখানে পথসভা করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক হোসেন বাবলু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আলী আজম সেন্টু, সহ-সভাপতি আলমঘীর মোর্শেদ, রঞ্জু, মুন্ডুমালা পৌরসবার মেয়র সাইদুর রহমান, মোহনপুর আওয়ামী লীগ নেতদা এনামুল হক, সুলতান আলী, হোসেন আলঅী, আফজাল হোসেন বকুল, মজিবুর মার্স্টা, মিলন মাস্টার, পবা বড়গাছী ইউনিয়ন আওয়াশি লীঅগের সাধারণ সম্পাদক ফারুক রহামন মাসুম, আওয়ামী লীগ নেতা বাদল ও হুজরীপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফাসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহেযাগি সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।