নিজস্ব প্রতিবেদক: ‘সর্বজনীন মানবাধিকার ঘোষনায় প্রবীনদেও জন্য প্রদত্ত প্রতিশ্রুতি পুরণে প্রজন্মের ভূমিকা’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বোরবার গোদাগাড়ীতে ৩৩তম আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত হয়। গোদাগাড়ীর পাকড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে কারিতাস রাজশাহী অঞ্চলের এসডিডিবি প্রকল্পের সহযোগিতায় প্রবীণ ও প্রবীণ পরিবারের সদস্যদেরর অংশগ্রহনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পূর্বে বর্নাঢ্য র্যালি করা হয়। উপস্থিত অতিথি ও প্রবীণ ব্যক্তিবর্গের সমন্বয়ে ইউপি প্রাঙ্গন থেকে র্যালি নিয়ে তারা পাকড়ীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় মাঠে যেয়ে শেষ করেন। সেখানেই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাকড়ী উন্নয়ন কমিটির সভাপতি নাসির উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকড়ী ইউনিয়ন পরিষদেও সদস্য ও প্যানেল চেয়ারম্যান গোলাম রাব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমাম জহিরুলণ ইসলাম, পাকড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইসার উদ্দীন, কারিতাস রাজশাহী অঞ্চলেন টিপিও রাতিয়া নুনিয়া, উন্নয়ন কমিটির সম্পাদক নুরুল হোদা। অনুষ্ঠানের সাবিক সহযোগিতায় ছিলেন এসডিডিবি প্রকল্পের এমিনেটর দাউদ চঁড়ে। এছাড়াও প্রবীণ ও প্রবীণ পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, আজকে যারা প্রবীণ, অতিতে তাঁরা ছিলেন শিশু, কিশোর-কিশোরী। এরপরে তাঁরা যৌবনে পদার্পন করেন। তাদেও মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি এবং তাঁরাই আমাদের কর্মের ব্যবস্থা করেছেন। তিনি বলেন কোন প্রবীণ ব্যক্তিকে অবহেলা নয়। তাঁদের ভালবাসতে হবে। তাঁদের সকল প্রকার খোঁজ খবর রাখতে হবে। তাঁরা কি চান সেদিকে খেয়াল রাখতে হবে বলে তিনি উল্লেখ করেন। সেইসাথে কোন কাজে যেত প্রবীণরা কষ্ট না পান সেদিকে খেয়াল রাখতে হবে বলে উল্লেখ করেন তিনি।
বক্তব্য শেষে প্রবীণ ব্যক্তিদের সমন্বয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।