নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২৪ নং শিশু ওয়ার্ডে ক্যান্সার আক্রান্ত ছাব্বিশ জন শিশুকে নতুন পোষাক প্রদান করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সমাজ সেবা অফিসার ড. হামিদুল ইসলাম। তিনি তাঁর নিজ উদ্যোগে এই পোষাক প্রদান করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালের পরিচালক ও রোগি কল্যাণ সমিতির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে এই পোষাক তুলে দেন তিনি।
এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার শাহিদা ইয়াসমিন, ডাক্তার নজরুল ইসলাম ও রামেক হাসপাতালের সমাজ সেবা অফিসার রেজাঊল করিম। শিশুরা নতুন পোষাক পেয়ে অন্যন্ত খুশি হয়। সেইসাথে পরিচালক শিশুদের সঙ্গে কিছু সময় কাটান এবং চিকিৎসার খোঁজ খবর নেন এবং সবার সাথে ছবি তোলেন তিনি ।
এ বিষয়ে হামিদুল ইসলাম বলেন, তাঁর নিজ উদ্যোগে তিনি এটা করেছেন। ঐ সকল শিশুদের মুখে একটু হাসি ফুটানোর জন্যই তাঁর এই ছোট্ট প্রয়াস। পোষাক পেয়ে শিশুদের মুখের দেখে তিনি অত্যন্ত খুশি হয়েছেন। আগামীতেও এই ধরনের কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন হামিদুল।