বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৬ অপরাহ্ন

শিশু একাডেমি রাজশাহীতে সপ্তাহব্যাপি বিশ^ শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন

  • প্রকাশ সময় সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৫৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘শিশুদের জন্য বিনিয়োগ করি, ভবিষ্যতের বিশ^ গড়ি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সোমবার বিশ^ শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করা হয়। বাংলাদেশ শিশু একাডেমি, রাজশাহী জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শামীম আহাম্মদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, শিশুদের পারিবারিক বন্ধন সুদৃঢ় করার শিক্ষা দিতে হবে। বর্তমান সময়ে শিশুদের আমরা সঠিকভাবে গড়ে তুলতে পারছিনা। খাবার টেবিলে পরিবারের গুরুজন তথা দাদা-দাদী ও অন্যান্য সদস্যদের সবাইকে একসাথে ডেকে নিয়ে খেতে হবে। এথেকে শিশুরা পারিবারিক বন্ধন কি তা শিখবে এবং শিশুদের মন উদার হবে বলে করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন করতে ত্রিশ লক্ষ লোক শহিদ হয়েছেন। দুই লক্ষ মা-কোন সম্ভ্রম হারিয়েছেন। কিন্তু ছুটির দিনে সরকারী কর্মসূচী যেমন স্বাধীনতা দিবস, বিজয় দিবসসহ গুরুত্বপূর্ন সরকারী কর্মসূীতে শিশুদের ডাকলে অভিভাবকগণ রাগ করেন এবং বিরক্ত হন। এটা খুব খারাপ দিক। কারন আগামীর প্রজন্মকে এসব সম্পর্কে শিক্ষা দিতে হবে, দেশাত্ববোধ শিশুদের মনে গেঁথে দিতে হবে বলে উল্লেখ করেন তিনি।

নিজ নিজ পরিচবারের শিশুদের অধিকার প্রদানের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, শিশুদের খেলাধুলা করার অধিকার দিতে হবে। সৃজনশীল কাজে তাদের লাগাতে হবে। সকল ক্ষেত্রে শিশুদের উদার হতে শেখাতে হবে। মাদক থেকে বিরত রাখতে হলে সর্বদা সন্তানদের খোঁজ খবর নিতে হবে। আর এই কাজটি বেশী করতে হবে মায়েদের। তিনি আরো বলেন, কোন শিশুর লেখাপড়া অর্থের জন্য বন্ধ হলে জেলা প্রশাসকের নিকট নিয়ে আসার কথা বলেন। জেলা প্রশাসন তাঁর নিজের সন্তানের ন্যায় তাদের লেখাপড়ার দায়িত্ব নেবে। সন্তানদের সফলতা আসলে সবাই গর্ববোধ করেন।

তিনি আরো বলেন, শিশুদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হলে সন্তানদের ধর্মীয় মূল্যবোধ সম্পর্কে শিক্ষা দিতে হবে উল্লেখ করে অতিথিদের প্রতি শুভকামান রেখে বিশ^ শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করে বক্তব্য শেষ করেন প্রধান অতিথি। বাংলাদেশ শিশু একাডেমির রাজশাহীর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুর কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) জয়া মারীয়া পেরেরা ও রাজশাহী এসওএস শিশুপল্লীর প্রকল্প পরিচালক এ.বি.এম বদরুল মুনীর। এছাড়া বিভিন্ন স্থান থেকে আগত শিশু ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পূর্বে এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই আয়োজন চলতি মাসের ৮তারিখ নানা কর্মসূচীর মধ্যে দিয়ে শেষ হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin