নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সরকারী টিচার্স ট্রেনিং কলেজের (টিটিসি) ছাত্র কল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বেলা ১১টায় টিটিসি কলেঝন হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ফজলে হোসেন বাদশা। সভাপতিত্ব করেন রাজশাহী সরকারী টিচার্স ট্রেনিং কলেজের (টিটিসি) অধ্যক্ষ ও ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি অধ্যক্ষ প্রফেসর শওকত আলী খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী টিটিসি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর বিশ^জিৎ ব্যানার্জী, ছাত্র কল্যাণ পরিষদ নির্বাচনের আহ্বায়ক প্রফেসর কামাল হোসেন শাহ ও সরকারী টিটিসি কলেজের শিক্ষক ফোরামের সম্পাদক সহযোগি অধ্যাপক জাহাঙ্গীর আলম। এছাড়াও অত্র কলেজের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। ছাত্র কল্যাণ পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দদের ক্রেষ্ট ও ফুল দিয়ে সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষাই জাতীর মেরুদন্ড। আর এই মেরুদন্ড সোজা করে দাঁড় করানোর কারিগর হচ্ছেন শিক্ষক। কারন একজন শিক্ষকই পারেন একটি সন্তানকে মানুষের মত মানুষ করে গড়ে তুলতে। তিনি বলেন, এই সরকারী টিটিসি কলেজ হচ্ছে শিক্ষকদের শিক্ষক। এখান থেকে শিক্ষকগণ বিএড, এমএড করে করেন শিক্ষার্থীদের আরো ভালভাবে পড়ালেখা শেখানোর জন্য। একতাই বল উল্লেখ করে তিনি আরো বলেন, কোন কাজ সঠিকভাবে করতে হলে সংগঠন প্রয়োজন। এই প্রয়োজনেই তাগিতেই এই প্রতিষ্ঠানে এমন একটি সংগঠন হয়েছে যা সম্পুর্ণ নিদর্লীয় ও নিরপেক্ষ। তারা শুধু ভাবেন শিক্ষার্থীদের কথা। এখানে আগত শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে থাকতে পারে, লেখাপড়া করতে পারে, সেদিেেক লক্ষ রাখা এবং অত্র কলেজের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।
ছাত্র কল্যাণ পরিষদের সদস্যরা হলেন, ক্ষতমা বলে সভাপতি সরকারী টিটিসি কলেজের অধ্যক্ষ প্রফেসর শওকত আলী খান, সহ-সভাপতি জাকিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সহ-সাধারণ সাধারণ সম্পাদক আতাউল্লাহ আকাশ, সম্পাদক বার্ষিক উপ-পরিষদ আহাম্মেদ আলী, সহ-সম্পাদক বার্ষিক উপ-পরিষদ জাহাঙ্গীর আলম, সম্পাদক সাংস্কৃতিক উপ-পরিষদ শরিফুল ইসলাম, সহ-সম্পাদক সাংস্কৃতিক উপ-পরিষদ সুফল কুমার, সম্পাদক সাহিত্য উপ-পরিষদ আবু সুফিয়ান, সহ-সম্পাদক সাহিত্য উপ-পরিষদ শাকিল হোসেন, সম্পাদক ক্রীড়া-উপ-পরিষদ আব্দুল্লাহ ও সহ-সম্পাদক ক্রীড়া-উপ-পরিষদ প্রজেনজিৎ সরকার, সম্পাদক সমাজ কল্যাণ উপ-পরিষদ আমিরুল ইসলাম, সহ-সম্পাদক সমাজ কল্যাণ উপ-পরিষদ সাহারিয়া বিশ^াস সজল, সম্পাদক সাধারণ কক্ষ উপ-পরিষদ (পুরুষ) আহমদ বিন শরীফ, সহ- সম্পাদক সাধারণ কক্ষ উপ-পরিষদ (পুরুষ) মেহেদী হাসান, সম্পাদক সাধারণ কক্ষ উপ-পরিষদ (মহিলা) উম্মে সুরাইয়া ও সহ- সম্পাদক সাধারণ কক্ষ উপ-পরিষদ (মহিলা) মোছাম্মদ আখি খাতুন।