নিজস্ব প্রতিবেদক: কালব রাজশাহী-চাঁপাই নবাবগঞ্জ ক্লাস্টার পরিষদের পক্ষ থেকে রাজশাহী-চাঁপাই নবাবগঞ্জ জেলার জেলা ব্যবস্থাপক জুড গমেজ এর বদলি জনিত বিদায় সংবর্ধনা ও নবাগত জেলা ব্যবস্থাপক মহরুল আলম এর যোগদান উপলক্ষে বরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এর আগে গত ১ অক্টোবর কালব রাজশাহী-চাঁপাই নবাবগঞ্জ জেলার জেলা ব্যবস্থাপক হিসেবে মহরুল আলম যোগদান করেন এবং ৩০ সেপ্টেম্বর জুড গমেজ নতুন কর্মস্থল সিরাজগঞ্জ জেলার জেলা ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। শনিবার দুপুরে রাজশাহী জেলা কালব সদস্য সেবা কেন্দ্রে অত্র পরিষদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব ব্যবস্থাপনা পরিষদের খ-অঞ্চলের ডিরেক্টর ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন।
রাজশাহী-চাঁপাই নবাবগঞ্জ ক্লাস্টার পরিষদের সভাপতি ও দুর্গাপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফ এর সভাপতিত্বে ও রাজশাহীর মহানগর শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মাওলা’র সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী-চাঁপাই নবাবগঞ্জ ক্লাস্টার পরিষদের সেক্রেটারি ও আন্ধারকোঠা আদিবাসী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সেক্রেটারি আশিষ বিশ্বাস, গোদাগাড়ী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আওয়াল, মহিষবাথান মহিলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান বিরাজ আহমেদ, চাঁপাই নবাবগঞ্জ সদর শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান করদরত-ই-খুদা।
আরো উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান আকবর হোসেন, রাঙ্গামাটিয়া আদিবাসী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান শ্যামল টুডু, মহিপাড়া আদিবাসী খ্রীস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মেকাইল সরেন, স্বনির্ভর মহিলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মনিকা এক্কা, একতা মহিলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান জেসমিন আরা, মন্ডুমালা আদিবাসী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান পেট্রিক মারান্ডি, রাজশাহী শহর খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান আন্দ্রিয়াস টুডু, মহানগর শাখা ব্যবস্থাপক শুভ রায় চৌধুরী ও শাখা সহকারী প্রোগ্রাম অফিসার আনোয়ার হোসেনসহ অন্যান্যরা।