রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:২২ পূর্বাহ্ন

চারঘাটে স্মার্ট এনআইডি কার্ড বিতরণ

  • প্রকাশ সময় রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৯৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নের জনগণের মধ্যে স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করা হয়। চারঘাট উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে রোববার সকাল ৯টায় সরদহ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ইসি কর্মকর্তা গোলাম মোস্তফা। তিনি বলেন, চারঘাট উপজেলায় ১ লাখ ৪৫ হাজার ৬৪০টি স্মার্ট এনআইডি বিতরণ করা হচ্ছে।

বাংলাদেশে মোট ১১টি কোর স্মার্ট এনআইডি বিতরণ করা হচ্ছে। এই কার্ডটি প্রতিটি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই তালিকায় সরদহ ইউনিয়ন ১৩৮২১টি, ভায়ালক্ষিপুর ইউনিয়নে ২০০৯৬ এনআইডি বিতরণ করা হচ্ছে এবং পরবর্তীতে চারঘাট ইউনিয়নে ১৪৮৬৬টি, শলুয়া ইউনিয়নে ২১৪৮১ টি, ২৩৬৭৮টি ইউসুফপুর, নিমপাড়া ২৫৫৬৫টি এবং ২৬১৩২টি চারঘাটে স্মার্ট এনআইডি বিতরণ করা হবে বলে উল্লেখ করেন তিনি।

এদিকে অনুষ্ঠানে উপস্থিত সরদহ ইউনিয়নের চেয়ারম্যান হাসানুজ্জামান মধু বলেন, স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট এনআইডি আধুনিকতার মধ্যে বেশ মিল রয়েছে। বাংলাদেশ খুব তাড়াতাড়ি এগিয়ে যাবো। ম্যানুয়াল এনআইডি সমস্ত অনুসন্ধানের জন্য সুরক্ষিত ছিল না তবে এখন স্মার্ট এনআইডির জন্য অনেক কিছু কাজ করা সম্ভব।

প্রধানমন্ত্রী স্থানীয় সকল মানুষের সেবা করার চেষ্টা করছেন। স্মার্ট দেশে স্মার্ট মানুষ এবং স্মার্ট সেবা। সেই দিন খুব বেশি দূরে নয় । মানুষ নিজ বাড়িতে আধুনিক সুবিধা পাবে। সে সময় স্মার্ট এনআইডি ছাড়া কোন কিছুই করা যাবে না বলে জানান তিনি। প্রথম দিনে সরদহ ইউনিয়নের ১,২,৩নংওয়ার্ডে বিতরণ করা হয়। পর্যায়ক্রমে এই কার্যক্রম চলমান থাকবে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin