বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে ক্যাবের উদ্যোগে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান গোদাগাড়ীর পাকড়ীতে ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন গোদাগাড়ীতে ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন দিল্লী দিশেহারা হয়ে নানা ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে: শাহীন শওকত একত্রিশ দফা বাস্তবায়নে পবা উপজেলা বিএনপি’র কর্মীসভা নাচ-গানের মধ্যে দিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবান্ন উৎসব উদযাপন রাজশাহীতে পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন নানা আয়োজনে রাজশাহীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে রাজশাহীতে এলডিপির মানববন্ধন বিজয়ের মাস উপলক্ষে রাজশাহীতে সিপিবির পতাকা মিছিল

রাজশাহীতে শিমলা পার্কের মসজিদে চুরি

  • প্রকাশ সময় রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৭৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর ৭নং ওয়ার্ড এলাকার শিমলা পার্ক এলাকায় শনিবার দিবাগত রাতে তিনটি চুরি সংগঠিত হয়। পার্ক সংলগ্ন নূর মসজিদের ক্যাশবাক্স এবং অত্র স্থানে স্থাপিত শ্রীরামপুরের এমদাদুল উলুম মাদ্রাসার ক্যাশবাক্স এবং পান দোকান ভেঙ্গে নগদ অর্থ এবং দোকানে থাকা বিস্কুট, চকলেট, পানি ও গ্যাস লাইটসহ প্রায় ৩০০০টাকা চুরি করে নিয়ে গেছে বলেন দোকানের মালিক স্বপন জানান। তিনি বলেন, এর পূর্বে তারা এই ছোট দোকন তিনবার চুরি হয়েছে। আর ক্যাশ বাক্স থেকে কত টাকা চুরি হয়েছে তা বলা যাচ্ছেনা বলে জানান তিনি।

নূর মসজিদের ক্যাশিয়ার শরিফুল ইসলাম তোতা বলেন, ইতিপূর্বে এই মসজিদ থেকে ফ্যান এবং এমপ্লিফায়ার চুরি হয়েছিলো। এবার ক্যাশ বক্স ভেঙ্গে চুরি করলো চোরেরা। তিনি বলেন, শুধু এই মসজিদে নয় মহানগরীর বিভিন্ন মসজিদে এই ধরনের চুরি বর্তমানে বেড়ে গেছে। এ বিষয়টি গুরুত্ব সহকারে ব্যবস্থা নেয়ার দাবী জানান তিনি।

এদিকে নগরীর লক্ষ্মীপুর বাকীর মোড়ে অবস্থিত মাসজিদুল ফাতাহ্ মসজিদের একাধিক মসুল্লী বলেন, এই মসজিদের ক্যাশবাক্স প্রায়শই চুরি হয়। অল্প কিছুদিন পূর্বেও চুরি হয়েছে। সেদিন কে চুরি করেছ তা সিসি ক্যামেড়ায় ধরা পরলেও অজ্ঞাত কারনে মসজিদ কমিটি পক্ষ থেকে কোন প্রকার পদক্ষেপ নেয়ায় মুসল্লীরা অসন্তোষ প্রকাশ করেন। এ ধরনের ঘটনা প্রায় মসজিদ এবং মাদ্রাসা হয়ে আসছে বলে উল্লেখ করেন তিনি। ঘটনাস্থল রাজপাড়া থানা পুলিশ পরিদর্শন করেছেন বলে জানান তোতা।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin