নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর ৭নং ওয়ার্ড এলাকার শিমলা পার্ক এলাকায় শনিবার দিবাগত রাতে তিনটি চুরি সংগঠিত হয়। পার্ক সংলগ্ন নূর মসজিদের ক্যাশবাক্স এবং অত্র স্থানে স্থাপিত শ্রীরামপুরের এমদাদুল উলুম মাদ্রাসার ক্যাশবাক্স এবং পান দোকান ভেঙ্গে নগদ অর্থ এবং দোকানে থাকা বিস্কুট, চকলেট, পানি ও গ্যাস লাইটসহ প্রায় ৩০০০টাকা চুরি করে নিয়ে গেছে বলেন দোকানের মালিক স্বপন জানান। তিনি বলেন, এর পূর্বে তারা এই ছোট দোকন তিনবার চুরি হয়েছে। আর ক্যাশ বাক্স থেকে কত টাকা চুরি হয়েছে তা বলা যাচ্ছেনা বলে জানান তিনি।
নূর মসজিদের ক্যাশিয়ার শরিফুল ইসলাম তোতা বলেন, ইতিপূর্বে এই মসজিদ থেকে ফ্যান এবং এমপ্লিফায়ার চুরি হয়েছিলো। এবার ক্যাশ বক্স ভেঙ্গে চুরি করলো চোরেরা। তিনি বলেন, শুধু এই মসজিদে নয় মহানগরীর বিভিন্ন মসজিদে এই ধরনের চুরি বর্তমানে বেড়ে গেছে। এ বিষয়টি গুরুত্ব সহকারে ব্যবস্থা নেয়ার দাবী জানান তিনি।
এদিকে নগরীর লক্ষ্মীপুর বাকীর মোড়ে অবস্থিত মাসজিদুল ফাতাহ্ মসজিদের একাধিক মসুল্লী বলেন, এই মসজিদের ক্যাশবাক্স প্রায়শই চুরি হয়। অল্প কিছুদিন পূর্বেও চুরি হয়েছে। সেদিন কে চুরি করেছ তা সিসি ক্যামেড়ায় ধরা পরলেও অজ্ঞাত কারনে মসজিদ কমিটি পক্ষ থেকে কোন প্রকার পদক্ষেপ নেয়ায় মুসল্লীরা অসন্তোষ প্রকাশ করেন। এ ধরনের ঘটনা প্রায় মসজিদ এবং মাদ্রাসা হয়ে আসছে বলে উল্লেখ করেন তিনি। ঘটনাস্থল রাজপাড়া থানা পুলিশ পরিদর্শন করেছেন বলে জানান তোতা।