নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডে একযোগে ক্রিমিনাশক ট্যাবলেট খাওয়ানো শুরু হয়েছে রোববার সকাল থেকে। এবার মহানগরীতে এক লক্ষ পনের হাজার পাঁচশত পঁয়ষট্টি জন শিশুকে এই ট্যাবলেট খায়ানো হবে বলে কর্পোরেশন কর্তৃক জানা গেছে। এরই অংশ হিসেবে রাসিক ৬নং ওয়ার্ডে রোববার সকাল সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্রিমিনাশক ট্যাবলেট খাইয়ে সপ্তাহব্যাপি এর উদ্বোধন করেন রাসিক ৬নং ওয়ার্ডের তিনবারের কাউন্সিলর নুরুজ্জামান টুকু।
উদ্বোধনী বক্তব্যে টুকু বলেন, তাঁর ওয়ার্ডে এক সপ্তাহে এক হাজার তিনশত বিরাআশি জনকে এই ট্যাবলেট খাওয়ানো হবে। তিনি বলেন, শরীরকে সুস্থ্য রাখতে প্রতিটি মানুষকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়ম মাফিক ক্রিমিনাশক ট্যাবলেট ও ওষুধ সেবন করা প্রয়োজন। কারণ ক্রিমি মানবদেহের অনেক ক্ষতি করে। বিশেষ করে শিশুদের ক্ষতি করে বেশী। কারন তাদের বাড়ন্ত শরীর। শিশুদের শরীরকে সঠিকভাবে বাড়তে দিতে এবং বৃদ্ধিদীপ্ত করতে গড়ে তুলতে ভিটামিন এ এর পাশাপাশির্ শিশুদেরকে ক্রিমিনাশক ট্যাবলেট খাওয়ানোর পরামর্শ দেন তিনি।
এসময়ে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা বেগম ও ৬নং ওয়ার্ডের স্বাস্থ্যসহকারী (টিম লিডারা) শহিদুল ইসলাম, স্বাস্থ্য সহকারী সাইফা খাতুন, মমতাজ খাতুন, চম্পা খাতুন, রেবেকা সুলতানা ও হোসনা খাতুনসহ অত্র বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।