নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলার অন্তর্গত কাঁটাখালী পৌর তাঁতীদলের সদস্য সচিব আলামিন এর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। চলতি বছরে কাঁটাখালী থানায় করা বিস্ফোরক মামলায় তিনি হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। সোমবার রাজশাহী মহানগর চিফ ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসমর্পন করে আবার জামিন চাইলে আদালত শুনানী শেষে তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠান।
মিথ্যা ও হয়নারীমূলক এই মামলায় আলামিনকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তাঁতীদল রাজশাহী জেলার আহ্বায়ক কুতুব উদ্দিন বাদশা। তিনি বলেন, এই সরকার তার পতন নিশ্চিত জেনে পাগলের ন্যায় হয়ে পড়েছে। নিজের গদি টিকিয়ে রাখতে বিএনপি, অঙ্গ ও সহেযাগি সংগঠনের নেতাকর্মীদের অযাচিতভাবে হয়রানী মূলক মামলা ও রায় দিয়ে কারাগারে পাঠাচ্ছে। কিন্তু এতে শেষ রক্ষা হবেনা বলে উল্লেখ করেন তিনি।