নিজস্ব প্রতিবেদক: ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারী বোয়ালিয়া মডেল থানার করা বিস্ফোরক মামলায় সোমবার হাজিরা দিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলনসহ বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে বিএনপি নেতা এডভোকেট শফিকুল হক মিলন বর্তমানে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। রাজশাহী বিভিন্ন থানায় করা মামলায় তিনি জামিন পেলেও সরকারের আজ্ঞাবহ পুলিশ বাহিনী আবারও নতুন করে আরএমপি শাহ্ মখ্দুম থানায় মামলা করেন। জিআর-৬৫/২৩ এবং পুলিশের কাজে বাধা ও বিস্ফোরক আইনে মামলা করেছেন পুলিশ। এই মামলায় তিনি এখন কারাগারে রয়েছেন। পরিাতন বিস্ফোরক মামলায় তাঁর হাজিরার কথা জানতে পেরে মহানগর, পবা ও মোহনপুর এলাকা থেকে শত শত নেতাকর্মী আদালত চত্বরে আসেন। তাঁকে কোর্টে আনা মাত্র এবং বের হয়ে যাওয়ার সময়ে সকল নেতাকর্মী জননেতা মিলনের মুক্তির জন্য নানা ধরনের স্লোগান দিতে থাকেন। মিলন কোর্ট চত্বরে আগত নেতাকর্মীদের হাত নেড়ে ধন্যবাদ জানান এবং ধর্য্যধারন করে সমস্যা মোকাবেলা করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য গত ২৮শে জুলাই বৃহস্পতিবার বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দিবাগত পৌনে ১টার দিকে ডিবি পরিচয়ে ধানমন্ডি থানার পাশে ৬ নম্বর রোডের একটি বাসা থেকে এডভোকেট শফিকুল হক মিলনকে তুলে নিয়ে যায় পুলিশ। ঐ মামলায় গত ৬ আগস্ট ঢাকা হাইকোর্ট থেকে জামিন মঞ্জুর হলেও পরবর্তীতে জেল গেট থেকে নতুন ২টি মামলা দেখিয়ে আবারও গ্রেফতার দেখানো হয়। সেই থেকে একের পর এক মামলা করেই চলেছে পুলিশ।
কোর্ট চত্বরে এসময়ে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক, মিজানুর রহমান মিজান, প্রিন্সিপাল বিপ্লব, বোয়ালিয়া থানার সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার, শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, নওহাটা পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মামুনুর সরকার জেড, দর্শনপাড়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আব্দুস সালাম, যুবদল রাজশাহী মহানগরের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদেও বকুল, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সুলতান আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, সাবেক সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপনসহ মহানগর, পবা ও মোহনপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।