নিজস্ব প্রতিবেদক: ‘সাংস্কৃতিক প্রতিভায় প্রদঅপ্ত হোক জীবনের রং’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বুধবার রাজশাহী মুক্তিদাতা হাই স্কুলের আয়োজনে দুইদিন ব্যাপি বার্ষিক শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হবে এই আয়োজন। এ লক্ষে সকাল ৯টায় জাতীয় সংগীতের মধ্যে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর উত্তম মেষ পালক ক্যাথিড্রাল চার্চ হলরুমে অনুষ্ঠানের শুরুতে মোমবাতি প্রজ্জলন, বিশেষ প্রার্থনা ও অতিথি বরণ করা হয়। শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজশাহী ধর্মপ্রদেশ এর ভিকার জেনারেল ও অত্র বিদ্যালয়ের সভাপতি ফাদার ফাবিয়ান মারান্ডী।
মুক্তিদাতা হাই স্কুলের প্রধান শিক্ষক ব্রাদার রঞ্জন পিউরিফিকেশন সিএসি এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনসিনিয়র মার্শেল তপ্ন। শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিকা ঘরামী। অত্র বিদ্যালয়ে শিক্ষক সুরভী রোজারিও এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক সবিতা মারান্ডী, বিনয় দাস ও ইসরাত জাহানসহ অত্র স্কুলের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, শুধু লেখাপড়া নয়। এর পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতির চর্চা করতে হবে। কারণ সাংস্কৃতিকমনা মানুষ কখনো অন্যায় করতে পারেনা। যারা সাংস্কৃতিক চর্চা করে তারা উদার মনের মানুষ হয়। আর যারা উদার হয় তারাই দেশের উন্নয়নে ভাল কাজ করে। এজন্য লেখাপাড়ার পাশাপাশি অবশ্যই সাংস্কৃতিক চর্চা করার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেন তিনি। দুইদিনব্যাপি অনুষ্ঠানে আবৃতি, নাচ, গান, উপস্থিত বক্তৃতা ও অভিনয়সহ নানা ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতায় সকল শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।