নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২৩ ও ২৮ নং ওয়ার্ডে ভর্তিকৃত তিনজন প্রসুতির মধ্যে শাড়ী এবং ২০জন নবজাতক শিশুর মধ্যে কিডসওয়ার প্রদান করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সমাজ সেবা কার্যালয় ও রাজশাহী রোগি কল্যাণ সমিতির আয়োজনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সমাজ সেবা অফিসার ড. হামিদুল ইসলাম এই শাড়ী ও কিডসওয়ার বিতরণ করেন।
হামিদুল ইসলাম বলেন, রাজশাহী রোগি কল্যাণ সমিতির নাম প্রকাশে অনইচ্ছুক একজন সদস্য কিডসওয়ার ও শাড়ী প্রদান করেন। এই কিডসওয়ার ও শাড়ী সোমবার সকাল সাড়ে ১০টায় তিনি ওয়ার্ডে যেয়ে প্রদান করেন। এ সময়ে তিনি বলেন, রাজশাহী সমাজসেবা অফিস এখন আরো সক্রিয়ভাবে কাজ করছে। এছাড়াও রোগি কল্যাণ সমিতির মাধ্যমে প্রতিনিয়ত রোগিসহ নবজাতক শিশুদের সহযোগিতা করে আসছে।
তিনি আরো বলেন, অনেক অসহায় রোগি রয়েছে যারা টাকার অভাবে সঠিক চিকিৎসা করতে পারেনা। সে সকল রোগিদের কল্যাণে এই রোগি কল্যাণ সমিতি কাজ করে যাচ্ছে। এই সহযোগিতা রোগিদের সহায়তায় চলমান রাখতে সমাজের সকল শ্রেণিপেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসতালের গাইনী এন্ড অবস বিভাগের সহযোগি অধ্যাপক ডাক্তার নাহিদ ইউসুফ ও রামেক হাসপাতালের সমাজ সেবা অফিসার রেজাঊল করিমসহ অত্র ওয়ার্ড সমুহের ইনচার্জ, নার্স ও অন্যান্য অফিসার এবং শিক্ষার্থীরা।