নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার দারুশা বালিকা উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পূর্বে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী মিলে বর্ণাঢ্য র্যালী বের কওে দারুশা বাজার প্রদক্ষিণ করে পুণরায় স্কুল মাঠে এসে শেষ করেন। এরপর শেখ রাসেল ডিজিটাল ল্যাবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১০টায় দারুশা বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কৃষকলীগ নেতা রফিকুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন, কর্নাহার থানার অফিসার ইনচার্জ কমল কুমার দেবনাথ, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোজিনা খাতুন, পপি রায়, আখি রানী ঘোষ, শাকরুন নেছা, আলমগীর হোসেন, আকবর আলী, ওবায়দুল হক ও মামুন আলী সহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।