বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সাংবাদিক মাসুদ’র মৃত্যুতে রাজশাহী সিটি প্রেস ক্লাবের শোক বরেন্দ্র অঞ্চলে কৃষি, সেচ ও সার্বিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা সাংগঠনিক ২নং ওয়ার্ড বিএনপি’র শীতবস্ত্র বিতরণ বেগম জিয়াকে তিলে তিলে মেরে ফেলার উদ্দেশ্যই ছিলো খুনি হাসিনার: ঈশা নওহাটায় দারিদ্র সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ জয় বাংলা লেখায় গোদাগাড়ীতে যুবদলের প্রতিবাদ মিছিল বিএমডিএ’র প্রধান কার্যালয় ভবন’র ভিত্তি প্রস্থর স্থাপন করেন চেয়ারম্যান ড.এম আসাদুজ্জামান রাজশাহীতে ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা সমাপ্ত গণতন্ত্র ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচনের কোন বিকল্প নাই:রিজভী সাংগঠনিক ২২ নং ওয়ার্ড বিএনপি’র কর্মীসভা

বিভাগীয় বঙ্গবন্ধু-বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শেষ

  • প্রকাশ সময় বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৮২ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বিভাগীয় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হয়। বুধবার ফাইনাল খেলায় বালিকা বিভাগে পাবনা জেলা দল ৪-০ গোলের বিরাট ব্যবধানে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের পক্ষে আরিয়ানা, তানিয়া, তাহমিনা ও সাদিয়া ১টি করে গোল করেন। চাঁপাইনবাবগঞ্জের ইশিতা খাতুন সর্বোচ্চ গোল দাতা ও পাবনার তাহমিনা আক্তার সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

বালক বিভাগে চাঁপাইনবাবগঞ্জ জেলা ২-০ গোলে পাবনা জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের পক্ষে সুলাইমান ও দেবসিংহ ১টি করে গোল করেন। চাঁপাইনবাবগঞ্জের দেব সিংহ সর্বোচ্চ গোলদাতা ও সুলাইমান সেরা খেলোয়াড় নির্বাচত হন। বালক বিভাগে সিরাজগঞ্জ ও বালিকা বিভাগে স্বাগতিক রাজশাহী তৃতীয় স্থান অর্জন করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি ও পুরস্কারের অর্থ তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আজ এমন একটি দিন এই দিনে ১০ বছর বয়সে শেখ রাসেলের মত ছোট একটি শিশুকে হত্যা করা হয়েছিল। এই পৃথিবীতে ছোট্ট শিশু শেখ রাসেলের মত আর কাউকে যেন প্রান দিতে না হয়।
তিনি বালক বালিকাদের উদ্দেশ্যে করে বলেন, তোমরা লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা করবে ও দেশকে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। সেইসাথে বাংলাদেশকে স্মার্ট দেশ হিসেবে পৃথিবীতে পরিচিতি লাভ করাতে খেলাধুলা অত্যন্ত ভূমিকা রাখছে বলে উল্লেখ করেন তিনি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) (যুগ্ম-সচিব) ড. মোকছেদ আলী ও জেলা প্রশাসক শামীম আহমেদ উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় প্রাথমিক শিক্ষা বিভাগের বিভাগীয় উপ-পরিচালক মোঃ সানাউল্লাহ।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) কল্যাণ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারীয়া পেরেরা, রাজশাহী বিভাগীয় প্রাথমিক উপপরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস সালাম, জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেনসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin