নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলার নারী এবং তরুণদের সমস্যাগুলো চিহ্নিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্টিত হয়। নারী এবং তরুণদের বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সমস্যা নিয়ে রাজশাহী জেলার আওয়ামী লীগ এবং বিএনপি’র তরুণ নেতৃত্ব, রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক মুক্তিযুদ্ধ গবেষনা সম্পাদক মাজিদুর রহমান নয়ন এবং রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রিফাত হোসেন অন্তর সম্মিলিতভাবে মঙ্গলবার নগরীর একটি হোটেলে এক কর্মশালার আয়োজন করেন।
ইউএসএআইডি-এর আর্থিক সহযোগিতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাস্তবায়িত স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ প্রকল্পের আওয়তায় ২৩ তম ক্লাশের এই দুই রাজনৈতিক ফেলো এই উদ্যোগ নেন। কর্মশালায় অশংগ্রহণ করেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী-পেশার তরুন ও নারীরা। সেখানে তারা রাজশাহী জেলা তরুণ এবং নারীরা সামাজিক এবং রাজনৈতিক ভাবে কি ধরনের সমস্যার সমূখীন হয় এবং এই সমস্যাগুলো সমাধানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কি ধরণের পদক্ষেপ নেওয়া উচিত তার জন্য সুপারিশমালা তৈরি করেন।
এই কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সহ-সভাপতি রাজশাহী জেলা বিএনপির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রাজশাহী জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সামাদ। এছাড়াও অন্যদের মধ্যে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজশাহী রিজিওনের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আসমা আক্তার, প্রোগ্রাম এসোসিয়েট রায়হান আলী এবং ইলেক্টোরাল প্রোগ্রাম এসোসিয়েট আশেক তানভীর অনীক।