নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে নর্থ বেঙ্গল কিন্ডার গার্টেন এন্ড প্রিক্যাডেট স্কুল সোসাইটির উদ্যোগে অত্র সোসাইটি ভূক্ত স্কুল সমুহের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ লক্ষে নেতৃবৃন্দ সোসাইটির অন্তর্ভূক্ত থানা কমিটির সাথে মতবিনিময় সভা করা শুরু করেছেন। শনিবার চন্দ্রিমা থানা কমিটির আয়োজনে এবং সাইদুর রহমান স্কুল এন্ড কলেজের উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল কিন্ডার গার্টেন এন্ড প্রিক্যাডেট স্কুল সোসাইটির বিভাগীয় সভাপতি গোলাম সারওয়ার স্বপন। সভায় সভাপতিত্ব করেন চন্দ্রিমা থানা সভাপতি সাইদুর রহমান সাইদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল কিন্ডার গার্টেন এন্ড প্রিক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী মহানগরীর সহ-সভাপতি আলমগীর হোসেন, সচিব ফারুক হোসেন, অর্থ সচিব আলমগীর হোসেন, চন্দ্রিমা থানা সচিব ইয়াসমিন আরা ও বাংলাদেশ ন্যাশনাল স্কুল এন্ড কলেজের পরিচালক মাহফুজুর রহমান। এছাড়াও চন্দ্রিমা থানার অন্তর্গত বিভিন্ন স্কুলের পরিচালকগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এই সোসাইটি গড়ে তুলতে তিনি বহু লাঞ্ছনা সহ্য করতে হয়েছে। ষড়যন্ত্রকারীরা ননাভাবে এটাকে ভাঙ্গার চেষ্টা করেছে। কয়েকজন বের হয়ে গেলেও এই সোসাইটি এখন পূর্বেও তুলনায় আরো অনেক ভালভাবে চলছে। আসছে বৃত্তি পরীক্ষার জন্য শিক্ষার্থী, কেন্দ্র ও কেন্দ্র সচিব নির্ধারণ করে বৃত্তি পরীক্ষা ভালভাবে নেয়ার জন্য তিনি অত্র কমিটির সদস্যদের পরামর্শ দেন তিনি। নর্থ বেঙ্গল কিন্ডার গার্টেন এন্ড প্রিক্যাডেট স্কুল সোসাইটির সুনাম অক্ষুন্ন রাখতে সবাইকে সততার সাথে বৃত্তি পরীক্ষা নেয়ার অনুরোধ করেন প্রধান অতিথি।