নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার বসুয়া মৌজার অচিন্তলায় জোরপুর্বক বাড়ির ভিটা দখলের পাঁয়তারার অভিযোগ উঠেছে। এ নিয়ে জমির মালিক আলীগঞ্জ আলীর মোড়ের মৃত মাজদারের ছেলে মুজদার আলী রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। এই জমির তপশিল হলো মৌজা-বসুয়া, জে.এল. নং- সাবেক-৪৬, আর.এস খতিয়ান-৭৬, প্রজার খতিয়ান নং- আর.এস-৬৮, প্রস্তাবিত খতিয়ান-৩৮৩৬, খারিজ কেস নং-৪৬৭/৯-১/২০২০-২০২১ইং, জমির পরিমান.০৩৩০ একর, রকম-বাড়ি।
মুজদার অভিযোগে উল্লেখ করেন বসুয়া মৌজার অচিন্তলা এলাকার তার চাচা ভাই, বোন ও ভাতিজা যথাক্রমে হড়গ্রাম ইউপি সদস্য মোহাম্মদ আলী-৪৫ ও হেনা-৫০ উভয়ের পিতা মৃত আরজ আলী ও মোহাম্মদ আলীর ছেলে শাওন সহ আরো অজ্ঞাতনামা দুই থেকে তিনজন মিলে তাঁর বাড়ির ভিটা দখলের জন্য হুমকী দিচ্ছে। আজ রোববার দখল করবে বলে জানা গেছে। এছাড়াও গত ১৭ অক্টোবর সকাল ১০টার দিকে এ নিয়ে মিমাংমায় বসলে বিবাদীরা মারমুখি আচরণ করে। সেইসাথে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এছাড়া তারা দেশীয় অস্ত্র বের করে প্রাণ নাশের হুমকী দেয় বলে উল্লেখ করেন। তার প্রাণ এবং বাড়ির ভিটা রক্ষার্থে আইন শৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।
ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, এই বাড়ির ভিটার মালিক তার বাবা। তারা ঐ বাড়িতেই জন্মেছেন এবং এখনো সেখানে বসবাস করছেন। দখল করার কিছু নাই। মুজদার আলী এই বাড়ির ভিটা অবৈধভাবে নিয়ে নিয়েছেন। তিনি বলেন, তার বাবার নামে এখনো খাজনা দেয়া হয়।