নিজস্ব প্রতিবেদক: আগামী ২৮ অক্টোবর ঢাকাতে বিএনপি’র মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। মহাসমাবেশ সফল করতে গোদাগাড়ী উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে গোদাগাড়ী বিএনপি কার্য়ালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গোদাগাড়ী পৌর বিএনপির সভাপতি মজিবর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল। সভায় নিদর্শনা মূলক বক্তব্য প্রদান করেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও সাংগঠনিক সম্পাদক ( দ্বায়িত্ব প্রাপ্ত) রাজশাহী বিভাগ অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব।
উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আমিনুল ইসলাম ফটিক ও চাঁদ মোস্তফা, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রুলু, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম বাবু, মাটিকাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গনি, গোগ্রাম ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হেনা মাস্টার, জেলা যুবদল এর যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম কুসুম, উপজেলা যুবদলের আহবায়ক মাসুদ রানা, সদস্য সচিব নুরুদ্দীন বাবু, সেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর আলী, সদস্য সচিব সুভ, ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাসেল, মোমিন ও নুর আলমসহ উপজেলা, পৌর ও সকল ইউনিয়ন বিএনপি, অঙ্ড় ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মূলক বক্তব্যে বিপ্লব বলেন, আসছে ২৮ অক্টোবর হবে এই সরকারের শেষ দিন। সেভাবেই সবাইকে প্রস্তুতি নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করতে হবে। পথে পথে বাধা আসবে। সকল বাধা উপেক্ষা দেশ ও দেশ মাতা বেগম জিয়াকে বাঁচাতে সবাইকে মহাসমাবেশে যোগদান করতে হবে বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে সরকার পতন না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান বিপ্লব।