নিজস্ব প্রতিবেদক: কারিতাস রাজশাহী অঞ্চলের আওতাধীন আলোকিত শিশু প্রকল্পের উদ্দ্যোগে বিভিন্ন সার্ভিস প্রোভাইডারদের নিয়ে ত্রৈ-মাসিক সভা সোমবার ভদ্রা মোড়ে একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স চক্ষু হাসপাতালের কনসালটেন্ট ও রাজশাহী বিশ^বিদ্যালয় মেডিকেলের প্রধান চিকিৎসক ডা. তবিবুর রহমান(চক্ষু বিশেষঞ্জ)।
সভায় সভাপত্বি করেন আলোকিত শিশু প্রকল্পের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকিত শিশু প্রকল্পের পদ্মা শিশু সুরক্ষা কমিটি ও ভদ্রা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি জয়নাল আবেদীন(চাঁদ) ও দারুচিনি রেস্টুরেন্টের মালিক আবু তাহের। সভা পরিচালনা করেন আলোকিত শিশু প্রকল্পের মাঠ কর্মকর্তা আকতারুজ্জামান।
সভাপতি ¯া^গত বক্তব্যে প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, আলোকিত শিশু প্রকল্প পথশিশুদের নিয়ে কাজ করছে। এটা একার পক্ষে বাস্তবায়ন করা সম্ভব না। এই কর্মসূচী বাস্তবায়নের জন্য উপস্থিত সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি। সভায় প্রধান অতিথি বলেন, তিনি কারিতাস এর আলোকিত শিশু প্রকল্পের কার্যক্রম দেখে খুব খুশি হয়েছেন । তিনি বলেন, এই প্রকল্পের কার্যক্রম চলমান রাখতে পরিচিত দানশীল ব্যক্তি যারা আছেন তিনি তাদের সাথে যোগাযোগ করে সহায়তা করার কথা বলবেন বলে জানান তিনি।
তিনি আরো বলেন, আলোকিত শিশু প্রকল্প একটি মহৎ কাজ করছে। বিশেষ অতিথি জয়নাল আবেদীন(চাঁদ)সহ আরো অনেকে বলেন, তাঁরা সকলে ডিআইসি দেখতে যাবেন এবং সাধ্য মোতাবেক সহায়তা করবেন। পথশিশুদের মানুষ ঘৃনা করে, সেখানে তারা একটি ডিআইসির মাধ্যমে পথশিশুদের মৌলিক চাহিদা পুরনে কাজ করছে। তাদের জন্য খাবারের কিছু সহায়তা তারা করবেন বলে জানান তিনি।
তারা আরো বলেন, আলোকিত শিশু প্রকল্প যাদের নিয়ে কাজ করছে, তাদেরকে ভালো পথে ফিরিয়ে না আনলে বিপথে চলে যেতে যাবে। তাদের দারা মানুষ ক্ষতিগ্রস্থ হতে পারে বলে উল্লেখ করেন তিনি। সভায় প্রকল্পের অন্যান্য স্টাফগণ উপস্থিত ছিলেন। শেষে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভা শেষ করেন।