নিজস্ব প্রতিবেদক: আগামী ২৮ অক্টোবর ঢাকাতে বিএনপি’র মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। মহাসমাবেশ সফল করতে রাজশাহী জেলা যুবদলের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে রাজশাহী মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন। সভাপতিত্ব করেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফায়সল সরকার ডিকো।
উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিলন প্রাং, তরিকুল ইসলাম রাজন, রবিউল ইসলাম কুসুম, সাহানেয়াজ খুরশেদ রেজভী, মারুফ হোসেন,কে এইচ রানা শেখ, হাবিবুর রহমান হাবিব, সাহেব জাদা ও ডালিম সহ ২৩ ইউনিটের নেতৃত্ববৃন্দ।
প্রধান অতিথি বলেন, ২৮ অক্টোবরের সমাবেশ সরকার পতনের সমাবেশ। এই সমাবেশ সব থেকে গুরুত্বপূর্ন। সরকার পতনের সমাবেশে যেকোন মূল্যে ঢাকায় যাওয়ার জন্য নেতাকর্মীদের অনুরোধ করেন।