নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুর উপজেলা কৃষক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে দূর্গাপুর উপজেলা কৃষক লীগ কর্তৃক আয়োজিত বিশেষ বর্ধিত সভায় উপজেলা কৃষক লীগের আহবায়ক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক লীগের সভাপতি অধ্যক্ষ তাজবুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন, জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ (বাচ্চু), দূর্গাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বানেছা বেগম ও আব্দুল মোতালেব হোসেন, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হক দুখু, সহ-প্রচার সম্পাদক ইউসুফ চৌধুরী, বাগমারা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সরকার বাবু, পুঠিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি নুরুন আমিন মধু ও সাধরণ সম্পাদক মাইনুল ইসলাম তোতা।
উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক গোলাপ হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন দূর্গাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন, দূর্গাপুর পৌর কৃষক লীগের আহবায়ক সোহেল রানা, নওপাড়া ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম আহবায়ক মানিক গাজী, কিসমতগণকৈড় ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম আহবায়ক ওয়াহেদ লালন, পানানগর ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক মোজাহার আলী, দেলুয়াবাড়ী ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব, ঝালুকা ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক এনামুল হক, মাড়িয়া ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান ও জয়নগর ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক আহাদ আলী। এছাড়াও উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কৃষক লীগের বিভিন্ন পর্যায়ের তিনশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।