নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাট রিপোটার্স ইউনিটি (সিআরইউ) এর সাথে চারঘাট মডেল থানার নবাগত ওসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় পর্যায়ে বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। মঙ্গলবার দুপুরে সিআরইউ সভাপতি ওবায়দুল ইসলাম রবি এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চারঘাট মডেল থানার অফিসার ইন-চার্জ এএসএম সিদ্দিকুর রহমান।
উপস্থিত ছিলেন সিআরইউ সাধারণ সম্পাদক খোরশেদ আলম, যুগ্ম-সম্পাদক শাহিনুর রহমান সুজন, সাংগঠনিক সম্পাদক জিনারুল হক, দপ্তর সম্পাদক ইসমাইল হক, নির্বাহী সদস্য আতিকুর রহমান আশা ও সদস্য লায়লা ইয়াছমিন নিপুনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সিআরইউ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি বলেন, পুলিশ ও সাংবাদিক উভয় মিলে কাজ করলে অনেক অনিয়মকে রুখে দেয়া সম্ভব। প্রতিদিনের কর্তব্য পালনে অনেক সময় ত্রুটি হতে পারে। ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে ভাল কাজে এগিয়ে আসার জন্য সাংবাদিকদেও অনুরোধ করেন তিনি।