নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার হুজুরীপাড়া ইউনিয়নের দারুশায় কৃষকদের উদ্বুদ্ধ করণের মাধ্যমে সরিষার আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে দারুশা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সভায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসনিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক কৃষিবিদ মোজদার হোসেন।
বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ পরিচালক (উদ্যান) সাবিনা বেগম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ রায়হান উদ্দিন। উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার হাফিজুর রহমান এর সঞ্চালনায় কৃষকদের মধ্যে বক্তব্য দেন কৃষক বাবর আলী ও সাবেক ইউপি সদস্য চেনভানু বেগম।
এছাড়াও দারুশা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন ও কৃষক লীগ নেতা রফিকুল ইসলামসহ কৃষক, সাংবাদিক ও উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের সকল ব্লকের উপ-সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা কিভাবে সরিষার আবাদ বৃদ্ধির করা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। শেষে চারজন কৃষককের মধ্যে সরিষার বীজ প্রদান করা হয়।