নিজস্ব প্রতিবেদক: ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারী বোয়ালিয়া মডেল থানার করা বিস্ফোরক মামলায় বুধবার হাজিরা দিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলনসহ বিএনপি’র ২০জন নেতৃবৃন্দ। ১৯০৮ সালের বিষ্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৪/৬, এম জিআর নং-১০০/১৫, বিশেষ ট্রাইব্যুনাল মামলা নং- ১৩৭/১৬ মুলে হাাজিরা দেন নেতৃবৃন্দ।
বিএনপি নেতা এডভোকেট শফিকুল হক মিলন বর্তমানে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। রাজশাহী বিভিন্ন থানায় করা মামলায় তিনি জামিন পেলেও সরকারের আজ্ঞাবহ পুলিশ বাহিনী আবারও নতুন করে আরএমপি এয়ার পোর্ট থানায় মামলা করেন। সেই মামলায় তিনি বর্তমানে তিনি হাজতে রয়েছেন। কারাগার থেকেই তিনি হাজিরা দেন ঐ মামলায়। মিলনের হাজিরার কথা শুনে রাজশাহী মহানগর, পবা ও মোহনপুর এলাকা থেকে শত শত নেতাকর্মী আদালত চত্বরে আসেন। তাঁকে কোর্টে আনা মাত্র এবং বের হয়ে যাওয়ার সময়ে সকল নেতাকর্মী জননেতা মিলনের মুক্তির জন্য নানা ধরনের স্লোগান দিতে থাকেন। মিলন কোর্ট চত্বরে আগত নেতাকর্মীদের হাত নেড়ে ধন্যবাদ জানান এবং ধর্য্যধারন করে সমস্যা মোকাবেলা করার আহ্বান জানান তিনি।
মামলার আইনজীবী বলেন, এই সকল মামলা সম্পূর্ন রাজনৈতিক। হয়রানী করার লক্ষেই করা হয়েছে এই মামলা। যার কোন ভিত্তি নাই এবং কোন আসামীই এর সাথে জড়িত নয় বলে তিনি উল্লেখ করেন। এই মামলার আসামী সকল নেতৃবৃন্দ ন্যায় বিচারের মাধ্যমে খালাস হবেন বলে আসা করেন তিনি। সেইসাথে জননেতা মিলনের মুক্তি দাবীসহ হয়রানীমূলক মামলা করার জন্য আইন শৃংখলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।
কোর্ট চত্বরে এসময়ে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী জেলা সদস্য শাহজাহান, সদস্য নওহাটা পৌর সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, নজরুল ইসলাম নজু, ১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা, ধুরইল ইউপি চেয়ারম্যান কাজিম উদ্দিন, যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাবেক সাংগঠনকি সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, যবদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সুতলান আহমেদ ও মোজাফ্ফর হোসেন মুকুল, যুবদল রাজশাহী মহানগরের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম কুসুম।
আরো উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, সাবেক সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন ও মহানগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মর্ত্তুজা ফামিনসহ মহানগর, পবা ও মোহনপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।