নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ জাকির হোসেনের ২৮তম জন্মবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত মোনাজাত করা হয়। তিনি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ শাহাদৎ হোসেনের একমাত্র সন্তান ছিলেন।
বৃহস্পতিবার মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বাদ আসর টিকাপাড়া গোরস্থানে কবর জিয়ারত ও মেনাজাতে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ শাহাদৎ হোসেন। এ ছাড়াও সৈয়দ মনোয়ার হোসেন, সৈয়দ জুবায়ের হোসেন, আবুল কাশেম, জিয়াউল হাসান, তামজিদ হাসান,পারভেজ, বাহাদুর, মিলন ও পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কবর জিয়ারতের সময় দোয়া ও মোনাজাত করেন টিকাপাড়া জামে মসজিদের মোয়াজ্জিন শহীদুল ইসলাম।