বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৮ পূর্বাহ্ন

উদ্যোক্তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রাজশাহীতে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে: বিভাগীয় কমিশনার

  • প্রকাশ সময় শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ৮৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ভাল মন-মানসিকতা ও সৎ সাহস নিয়ে এগিয়ে আসলে কঠিন কাজও সহজ হয়ে যায়। তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা। এই প্রতিষ্ঠানের কর্ণধার নিজে একজন মেধাবী মানুষ। তিনি শিক্ষা জীবনে সকল ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করেও চাকরীর পিছনে না দৌঁড়ে নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এই প্রতিষ্ঠার পিছেনের ইতিহাস মসৃন ছিলনা। তিনি তিলে তিলে অনেক কষ্ট করে আজ এখানে এসে দাঁড়িয়েছেন বলে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর বলেন। তিনি প্রতিষ্ঠান প্রধানকে ধন্যবাদ জানিয়ে এই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সততার সাথে কাজ করার পরামর্শ দেন।
শনিবার রাজশাহী শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার সভাপতি আইয়ুব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি রশীদুল হাসান-পিপিএম, আরএমপি শাহ্ মখ্দুম জোনের উপপুলিশ কমিশনার নুর আলম সিদ্দিকী, রাজশাহী পুলিশ সুপার সাইফুর রহমান, সমাজসেবা অধিদফতরের উপপরিচালক হাসিনা মমতাজ ও বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিদযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন এইচআর সমন্বয়কারী জাহাঙ্গীর আলম ও একাউন্টস ম্যানেজার পাপিয়া সুলতানা রাবু।
প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলীর সমন্বয়ে বেলা ১১টায় অডিটরিয়ামের বাইরে বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং অডিটরিয়ামের ভিতরে কেক কাটার মাধ্যমে সংস্থার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করা হয়। এরপর পবিত্র কোরআন তেলওয়াত, গীতাপাঠ ও জাতীয় সংগীত এর মাধ্যমে কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক মোহসিন আলী।


এরপর সংস্থার সকল কর্মকান্ড সম্বলিত শাপলা এর ডকুমেন্টারী ফিল্ম প্রদর্শন করা হয়। সেইসাথে সংস্থা হতে উচ্চ শিক্ষায় অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের বঙ্গবন্ধু উচ্চ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। পাশাপাশি চার জন ক্রীড়া ইনস্টিটিউট এর শিক্ষার্থী যারা জাতীয় ও বিভাগীয় পর্যায়ে কৃতিত্বের সাথে বিভিন্ন লীগে যুক্ত হয়েছে শাপলা ক্রীড়া ইসস্টিটিউট এর পক্ষ থেকে তাদের সম্মাননা দেয়া হয়।
অতিথিগণ সংস্থা কর্র্তৃক পরিচালিত কর্মকান্ডের এবং বিশেষ কর্মসূচির ভুয়সী প্রশংসা করেন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনের প্রশংসা করেন। এছাড়াও তারা শাপলার উত্তরোত্তর উন্নতি, সফলতা এবং সমৃদ্ধি কামনা করেন। সবশেষে শাপলা কালচারাল স্কুলের পরিবশেনায় গান, নাচ এবং জীবন ভিত্তিক নাটক“দায়বদ্ধ” অনুষ্ঠিত হয়। সবশেষে সভাপতির ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা জানিয়ে সভা শেষ করেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin