নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে নর্থ বেঙ্গল কিন্ডার গার্টেন এন্ড প্রিক্যাডেট স্কুল সোসাইটির উদ্যোগে অত্র সোসাইটি ভূক্ত স্কুল সমুহের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ লক্ষে নেতৃবৃন্দ সোসাইটির অন্তর্ভূক্ত থানা কমিটির সাথে মতবিনিময় সভা করা শুরু করেছেন। শনিবার রাজপাড়া থানা কমিটির আয়োজনে মোল্লাপাড়া মুকুল নিকেতন প্রি-ক্যাডেট স্কুল হল রুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল কিন্ডার গার্টেন এন্ড প্রিক্যাডেট স্কুল সোসাইটির বিভাগীয় সভাপতি গোলাম সারওয়ার স্বপন। সভায় সভাপতিত্ব করেন মুকুল নিকেতন প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক ফেরদৌস সরকার মুকুল।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল কিন্ডার গার্টেন এন্ড প্রিক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী মহানগরীর সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া। নর্থ বেঙ্গল কিন্ডার গার্টেন এন্ড প্রিক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী মহানগরীর সচিব ফারুক হোসেন এর সঞ্চালনায় উপিস্থত ছিলেন সদস্য আখতার হোসেন, হাবিবা খাতুন ও শাহনাজ বেগম অত্র থানার অন্তর্গত বিভিন্ন স্কুলের পরিচালকগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ কিন্ডারগারের্টন শিক্ষাবোর্ডের অধিনে ২০২৩ সালের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা সুষআঠু ও সুন্দরভাবে গ্রহনের জন্য কেন্দ্র সচিব পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করার লক্ষেই এই মতবিনিময় সভা। এবারের বৃত্তি পরীক্ষা এখ নপর্যন্ত ১২৩৫জন অংশ গ্রহন করবে বলে নিশ্চিৎ হওয়া গেছে। আরো সময় আছে শিক্ষার্থী সংখ্যা বাড়তে বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, ইতোমধ্যে বাংলাদেশ কিন্ডারগারের্টন শিক্ষাবোর্ডেও রাজশাহী মেট্রোপলিটন এলাকার আটটি থানা কমিটির সাথে মতবিনিময় শেষ করা হয়েছে। এখন শুধু পরীক্ষার প্রস্তুতি গ্রহন করা হবে। নর্থ বেঙ্গল কিন্ডার গার্টেন এন্ড প্রিক্যাডেট স্কুল সোসাইটির সুনাম অক্ষুন্ন রাখতে সবাইকে সততার সাথে বৃত্তি পরীক্ষা নেয়ার অনুরোধ করেন প্রধান অতিথি।