নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার থেকে শুরু হয়েছে দেশ ব্যাপি বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর লাগাতার অবরোধ। চলবে আগামী বৃহস্পতিবার। অপরোধের প্রথম দিনে আমচত্বর বেলপুকুর রোডে অবস্থান ও বিক্ষোভ মিছিল করেন যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থ পাচার ও দ্রব্যমূল্যের অব্যাহত উর্ধ্বগতি, বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেফতার, বাড়ী বাড়ী তল্লাশী, হয়রানী ও নির্যাতনের প্রতিবাদে এবং অবৈধ আওয়ামী সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার একদফা দাবিতে এই বিক্ষোভ মিছিল করেন তারা।
মিছিলে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো, যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন মুকুট, যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম কুসুম, যুগ্ম আহ্বায়ক নাজমুস সাকিব প্লাবন, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার, রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর বুলেট, যুগ্ম আহ্বায়ক ফায়সাল আহমেদ ও মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাখেন রায়হান রবিন সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ আমচত্বর হতে বেলপুকুর প্রধান সড়কে অবরোধ কর্মসূচী পালন করেন। প্রায় ২ ঘন্টাব্যাপি রাজশাহী টু ঢাকা প্রধান সড়ক তারা অবরোধ রাখেন বলে জানান নেতৃবৃন্দ।