নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার থেকে শুরু হয়েছে দেশ ব্যাপি বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর লাগাতার অবরোধ। চলবে আগামী বৃহস্পতিবার। অপরোধের প্রথম দিনে রাজশাহী মহানগর ছাত্রদল নেতা এমদাদুল হক লিমন ও আবুল কালাম আজাদ তপনের নেতৃত্বে নগরীর কাদিরগঞ্জ গ্রেটার রোডে মিছিল ও পিকেটিং করা হয়।
চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থ পাচার ও দ্রব্যমূল্যের অব্যাহত উর্ধ্বগতি, বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেফতার, বাড়ী বাড়ী তল্লাশী, হয়রানী ও নির্যাতনের প্রতিবাদে এবং অবৈধ হাসিনার পদত্যাগসহ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার একদফা দাবিতে এই বিক্ষোভ মিছিল করেন তারা।