নিজস্ব প্রতিবেদক: সকল বাধা উপেক্ষা করে রাজশাহীর গোদাগাড়ীর কাঁকনহাট পৌর বাসস্ট্যান্ডে অবস্থিত পাবলিক টয়লেট ভেঙ্গে যাত্রী ছাউনি করছে পৌর ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ আল মামুন। এ নিয়ে কাঁকনহাট পৌর বাজার ব্যবসায়ী ও আগত ব্যক্তি এবং খোদ পৌর সভার কাউন্সিলরদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বুধবার সরে জমিনে গিয়ে টয়লেটটি ভাঙ্গতে দেখা যায়। বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী গফুর, শামীম, রাসেল ও পলাশসহ কাঁকনে আগত আকরাম হোসেন ও বেলাল আহমেদসহ অন্যান্যরা বলেন, কাঁকনহাটে এই পাবলিক টয়লেট ছাড়া আর কোন পাবলিক টয়লেট নাই।
তারা বলেন, এখানে শতাধীক দোকান রয়েছে। এছাড়াও প্রতিদিন বিভিন্ন স্থান থেকে কাঁকনহাটে মানুষ আসা যাওয়া করে। তারা এই টয়লেট প্রয়োজনে ব্যবহার করেন। অথচ আল-মামুন সকল বাধা উপেক্ষা করে এবং কারো কথা আমলে না নিয়ে এই টয়লেট ভাঙ্গা শুরু করেছে। শুধু তাই নয় কাউন্সিলর টয়লেটের কাঁচিগেট ও দরজা খুলে নিজের বাড়িতে নিয়ে গেছে বলে জানান তারা।
এ বিষয়ে নাম প্রকাশে অনইচ্ছুক একাধিক কাউন্সিলর বলেন, পৌরসভা এলাকায় কোন সরকারী কাজ করতে হলে তা টেন্ডারের মাধ্যমে করতে হবে। আর এই টয়লেটটি পৌরসভা থেকে করা হয়েছিলো। আল-মামুন কারো অনুমতি না নিয়ে এবং কোন প্রকার দরপত্র ছাড়াই নিজে জোর করে এখানে যাত্রী ছাউনী করছেন। কাউন্সিলর ও দোকানদার মালিক, কর্মচারী ও পথচারীরা টয়লেটটি ভাঙ্গার তীব্র নিন্দা জানান। সেইসাথে অত্র স্থানে আবারও টয়লেট স্থাপনের দাবী জানান তারা।
এই যাত্রী ছাউনী করার জন্য কোন দরপত্র ও পৌরসভা হতে অনুমতি নেয়া হয়েছে কিনা জানতে চাইলে কাঁকহাট পৌরসভার প্রকৌশলী আহমেদ কামরুল হাসান বলেন, পাবলিক টয়লেট ভেঙ্গে যাত্রী ছাউনী করা বিষয়ে কাউন্সিলর আল-মামুন কোন প্রকার অনুমতি নেননি। তিনি নিজে জোর এটা করছেন। এই টয়লেট আরো উন্নত করে করার জন্য ডিসেম্বর মাসে দরপত্র আহ্বান করার জন্য সকল প্রকার প্রস্তুতি গ্রহন করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। দরপত্র ছাড়া পৌরসভার কোন কাজ কেউ করতে পারেনা বলে উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে জানতে কাউন্সিলর আল-মামুনকে মোবাইলে কল করলে মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।