নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলার মধ্যে শ্রেষ্ঠ সমবায় সমিতির হওয়ার গৌরব অর্জন করেছে রাজশাহী বোয়ালিয়া থানাধীন উত্তরণ সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লি:। গত অক্টোবর মাসের ২৬ তারিখ রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালয়ে জাতীয় সমবায় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্ত মোতাবেক ২০২২ সালের শ্রেষ্ঠ ও দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদেরকে পুরস্কৃত করার সিদ্ধান্তের আলোকে অত্র সোসাইটকে পুরস্কৃত করা হয়। প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর এর নিকট হতে পুরস্কার গ্রহন করেন সভাপতি মিজানুর রহমান। এছাড়া অত্র প্রতিষ্ঠান সর্বাধিক লাভ অর্জনকারী এবং সমবায় উন্নয়ন তহবিল প্রদানকারী সমবায় সমিতি লি: হিসেবে তৃতীয় স্থান অধিকার করে।
উল্লেখ্য শনিবার ‘সমবায়ে গড়ছি দেশ স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ও সারা দেশে ন্যায় রাজশাহীতে নানা আয়োজনে ৫২তম সমবায় দিবস উদযাপিত হয়। সকাল ১০টার দিকে রাজশাহী জেলা প্রশাসন ও সমবায় বিভাগ রাজশাহীর আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ এর সভাপতিত্ব সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের এর অতিরিক্ত ডিআইজি রশিদুল হাসান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আল মামুন ও রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মোখলেছুর রহমান।
পুরস্কার পাওয়ার পরে অনুভুতি জানাতে গিয়ে মিজানুর রহমান বলেন, তাঁর প্রতিষ্ঠান, তিনি নিজে এবং প্রতিষ্ঠানের সকল পর্যায়ের কর্মীবৃন্দ জনগণের সেবায় কাজ করে যাচ্ছেন। পুরস্কার পাওয়ার পরে তাঁদের দ্বায়িত্ব ও কর্তব্য আরো বেড়ে গেল। আগামীতে আরো ভাল করে জনগণের সেবা করবেন বলে জানান তিনি। সেইসাথে তাঁর প্রতিষ্ঠানকে ক্যাটাগরী অনুযায়ী শ্রেষ্ঠ এবং তৃতীয় করার সমবায় কার্যালয়কে ধন্যবাদ জানান তিনি।