নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় দফায় সারাদেশে বিএনপি, জামায়াতসহ সকল সমমনা দলগুলো এক সাথে ৪৮ ঘন্টা অবরোধের ডাক দিয়েছে। বোরবার ভোর থেকে শুরু হয়েছে অবরোধ। চলবে আগামীকাল সোমবার পর্যন্ত। বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার ১দফা দাবীতে দ্বিতীয় দফায় এই অবরোধ শুরু হয়েছে। অবরোধের প্রথম দিনে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে অবরোধের সমর্থনে মিছিল করেছে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য রায়হানুল আলম রায়হান ও রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলাম জনি।
উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য শাহাদৎ হোসেন, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সোহেল রানা হিটলার, রাজশাহী মহানগর যুবদল নেতা আল ফেরদৌস জিন্নাহ্, রাজশাহী মহানগর যুবদলের সদস্য নীরব খাঁন তারেক, ফজলে রাব্বি, রাজশাহী জেলা যুবদল নেতা মোস্তাফিজুর রহমান হিমেল,পারিলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হুমায়ুন কবির ও পবা উপজেলা যুবদলের নেতা মিজানুর রহমান মিনু সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে নেতৃবৃন্দ বলেন, এই সরকারকে জনগণ আর চায়না। এই অবৈধ সরকার জোর করে আবারও ক্ষমতায় যাওয়ার জন্য গভীর ষড়যন্ত্র শুরু করেছে। ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশে এই সরকার চক্রান্ত করে আইন শৃংখলা বাহিনী ও আওয়ামীলীগ, যুবলীগ ও অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী দিয়ে বিএনপি,অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা করে অনেককে আহত ও নিহত করেছে। শুধু তাই নয় আওয়ামী সন্ত্রাসীরা সাংবাদিকদের বেধরক পিটিয়ে আহত এবং একজন পুলিশ সদস্যকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে।
তারা বলেন, সরকারীদল এসব করে এখন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের উপরে দোষ চাপিয়ে বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য ঢাকা উত্তর বিএনপি’র আহবায়ক আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মজিবর রহমান সারোয়ার, খায়রুল কবির খোকন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এানি, মিডিয়া সেলের আহবায়ক জহির উদ্দীন স্বপন ও ঢাকা উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হক সহ অসংখ্য নেতাকর্মীদের আটক করে জেল হাজতে পাঠিয়েছে। তারা সকল রাজবন্দীর নি:শর্ত মুক্তি দাবী করেন। সেইসাথে এই ফ্যাসিস্ট সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন করার জন্য সকল পর্যায়ের নেতাকর্মীদের আহ্বান জানান তারা।