শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ১১:৩৩ অপরাহ্ন

বিএনপি নেতা মিলন রিমান্ডে

  • প্রকাশ সময় সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৫৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ষড়যন্ত্রমূলক মামলায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও বিএনপি রাজশাহী মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলনকে এক দিনের রিমান্ড দিয়েছে আদালত। চারঘাট থানায় করা মামলায় তাঁকে এই রিমান্ড প্রদান করা হয়। যার মামলা নং-২০ তাং-২৩-১১-২২ ইং, ধারা- ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ ডি তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানবলী আইন ( সং/০২) এর ৪, জিআর-৩৮৫/২২ ( চারঘাট)।

সোমবার রাজশাহী অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত এর বিজ্ঞ বিচারক সাইফুল ইসলাম উভয় পক্ষের শুনানী শেষে এই রায় দেন বলে জানান শফিকুল হক মিলনের আইনজীবী আলহাজ¦ আলী আশরাফ মাসুম। তিনি এই মামলা বিষয়ে বলেন, এগুলো রাজনৈতিক মামলা। হয়রানী করার জন্যই মুলত এই মামলা। তিনি এই রিমান্ডের বিরোধিতা করেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin