নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর ১৯নং ওয়ার্ডে অবস্থিত ছোটবনগ্রাম মাধ্যমিক আদর্শ বালিকা বিদ্যালয়ে মিড মে মিল এর উদ্বোধন করা হয়। মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী নারী নেত্রী শাহীন আকতার রেণী।
ছোটবনগ্রাম মাধ্যমিক আদর্শ বালিকা বিদ্যালয়ের সভাপতি সাদরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসিকের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, সংরক্ষিত আসনের কাউন্সিলর সুলতানা আহম্মেদ সাগরিকা, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, থানা আওয়ামীলীগ নেত্রী হাফিজা বেগম হ্যাপী, ১৯নং ওয়ার্ড উত্তর আওয়ামী লীগের সভাপতি হাছেন মন্ডল, সাধারণ সম্পাদক বাবর আলী, যুগ্ম সম্পাদক ওয়াসিম রেজা, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদ হাসান, শিরোইল কলোনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন প্রামানিক।
এছাড়াও ছোটবনগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবাইদা আক্তার, শিরোইল কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ শফিকুর রহমান, ১৯নং ওয়ার্ড উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক ফিরোজ আলীসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।