নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীর পাকড়ী ইউনিয়নের গৌরীপুরে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠির কর্মকার সম্প্রদায়ের অসচ্ছল সাতটি পরিবারের নারী সদস্যদের মধ্যে বুধবার বেলা পৌনে ১২টার দিকে বিনামূল্যে বকনা গরু বিতরণ করা হয়। কাকন বহুমূখি উন্নয়ন সংস্থা (কাবিউস) এর আয়োজনে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় বকনা গরু বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাবিউস এর নির্বাহী পরিচালক মধুসুদন মৈত্র। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকড়ী ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন মাস্টার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র সংস্থার সমন্বয়কারী দেলোয়ার হোসেন রিপন, পাকড়ী ইউপি ৬নং ওয়ার্ড সদস্য রেজাউল করিম ও ১নং ইউপি সদস্য জাদের আলী এবং গৌরীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম। এছাড়াও কাবিউস কর্মকর্তা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি কাবিউস এর এই কার্যক্রমের প্রসংশা করে বলেন, কাবিউস শুধু ঋন কার্যক্রম পরিচালনা করে না। তারা নানা ধরনের সামাজিক কাজ ও বিনা শর্তে এবং বিনামূল্যে অসহায় ক্ষুদ্র নৃগোষ্ঠি সম্প্রদায়সহ অসহায় অন্যান্য পরিবার গুলোকে অর্থনৈতিক সমস্যা দূর করে স্বাবলম্বী করে তুলতে তাদের মধ্যে গরু ও ভেড়া বিতরণ করে আসছে। প্রাপ্ত এই গরু বিক্রি না খাওয়ার জন্য উপস্থিত সকলকে অনুরোধ করেন। সেইসাথে আগামীতে আরো যেন এই ধরনের কার্যক্রম বেশী করে পরিচালিত করতে পারেন সেজন্য কাবিউস এর নির্বাহী পরিচালককে অনুরোধ করেন প্রধান অতিথি। বক্তব্য শেষে তিনি উপস্থিত ক্ষুদ্র নৃগোষ্ঠির নারীদের হাতে বকনা গরু তুলে দেন।
এদিকে গরু পেয়ে সকিনা রানী, সাথী রানী, লক্ষি রানী, বুলবুলী রানী ও বিশকা রানীসহ গরু প্রাপ্ত অন্যান্যরা বলেন, এই সময়ে একটি যেনতেন গরু ক্রয় করতে গেলে পঞ্চাশ হাজার টাকার বেশী লাগে। সেখানে তারা কাবিউস সংস্থা থেকে বিনামূলে গরু পেলেন। শুধু তাই নয় গরু লালন-পালন সম্পর্কেও তারা ধারনা প্রদান করেছেন। এই গরু পেয়ে তারা অত্যন্ত খুশি। এই গরু তারা বিক্রি না করে পালন করে বড় করবেন। এরপর প্রয়োজনে সেখান থেকে বিক্রি করে সংসারের প্রয়োজন মেটাবেন বেল জানান তারা।