নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকার উন্নয়নের সরকার। এই সরকারের আমলে রাজশাহীর গোদাগাড়ীতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। শিক্ষার মান বৃদ্ধি ও ক্লাস রুমের সংকট নিরসনে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। আগামীতে নির্বাচিত হলে গোদাগাড়ীর সকল শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মাণ করা হবে বলে প্রধান অতিথির বক্তব্যে তানোর-গোদাগাড়ী আসনের সংসদ সদস্য আলহাজ ওমর ফারুক চৌধুরী জানান। শুক্রবার গোদাগাড়ীর কাকনহাট মহিলা দাখিল মাদরাসার নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
তিনি আরো বলেন, এই সরকার ক্ষমতায় আছে বলে জনগণ শান্তিতে আছে। এখন আর কেউ না খেয়ে থাকেনা। গ্রাম থেকে শহরে সবার নিকট এখন টাকা আছে। নিত্যাপন্যের মুল্য বৃদ্ধি হলেও সবার ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
প্রধান অতিথি বলেন, জনগণের যাতায়াতের সুবিধার্থে গোদাগাড়ীর সকল রাস্তা পাকা করন হয়েছে। যা বিএনপি জামায়াত জোট সরকারের আমলে ছিলো না। তিনি বলেন, এই বিএনপি জামায়াত আবারও দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্ঠা করছে। কিন্তু কোন লাভ হবেনা। সময়মত নির্বাচন হবে এবং আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে উল্লেখ করে সরকারের নানাবিধ উন্নয়ন তুলে ধরেন তিনি। সেইসাথে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দেয়ার অনুরোধ করেন প্রধান অতিথি। বক্তব্যের পূর্বে তিনি এক কোটি পঁচিশ লক্ষ ব্যায়ে নির্মিত পাঁচতলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
অত্র প্রতিষ্ঠানের সভাপতি কাকনহাট পৌর সভার সাবেক মেয়র আলহাজ¦ আব্দুল মজিদ এর সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য রাখন নতুন একাডেমিক ভবন বাস্তবায়নকমিটির কনভেনার খলিলুর রহমান। কাকনহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান বকুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোদাগাড়ী পৌর মেয়র ওয়েজ উদ্দিন বিশ^াস, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আব্দুর রশিদ, কাকনহাট পৌর আওয়ামীলীগের সভাপতি হুমায়ন কবীর, নতুন একাডেমিক ভবন বাস্তবায়নকমিটির সদস্য সচিব ও কাকনহাট পৌর কাউন্সিলর কল্লোল ও হোসেন মোল্লা, পাকড়ী ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন মাস্টার ও কাকনহাট পৌর যুবলীগের সাধারণ সস্পাদক শরিফুল আলম মোল্লা। এছাড়াও আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, কাউন্সিলর, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।