নিজস্ব প্রতিবেদক: পবা উপজেলা বিএনপি’র আহ্বায়ক সেলিম রেজা বাচ্চু শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন ( ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৯ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তিনি তিন ছেলে, স্ত্রী, ভাই-বোন, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মীসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। রোববার বাদ যোহর দারুশা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমকে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়।
জানাযায় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন পবা উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস এম কামরুজ্জামান, পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন, হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাবেক চেয়ারম্যান দেওয়ান মো: রেজাউল করিম, কৃষক লীগ নেতা সহকারী অধ্যাপক এন্তাজ আলী, রফিকুল ইসলাম, সরওয়ারে আলম মানিক, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন। এছাড়াও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ, স্থানীয় জনগণ ও আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন।