নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির নির্বাহী পরিষদের ৪১তম সভা রোববার অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বেলা ১১টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও একাডেমির নির্বাহী পরিষদের সভাপতি ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। আলোচনা সভার শুরুতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির উপপরিচালক কল্যাণ চৌধুরী বিগত সভার কার্যবিবরনী পাঠ করেন। সবার সম্মতিক্রম তা অনুমোদিত হয়। সেইসাথে বিগত মাসের কাজের অগ্রগতি পর্যালোচনা করেন তিনি। সেইসাথে আগামী ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়নাধীন কর্মকাণ্ড উল্লেখ ও ব্যয় অনুমোদন করা হয়। সকল কার্যক্রম পরিকল্পনা মাফিক করার জন্য নির্দেশনা দেন তিনি।
উপস্থিত সবার কথা শুনে তিনি বলেন, সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠির প্রতিটি জাতীর সঠিক ইতিহাস তুলে ধরে একটি বই প্রকাশ করার পরামর্শসহ এই বিষয়ে একটি কমিটি গঠন করার আহ্বান জানান। সেইসাথে একটি ম্যাপ তৈরীর পরামর্শ দেন তিনি। সভাপতি আরো বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠির দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের লক্ষে একটি এ্যাপস খোলার পরামর্শসহ ঐ এ্যাপসে একাডেমির অন্যান্য বিষয়গুলো ইমপুট দেয়ার কথা বলেন।
সভাপতি আরো বলেন, সরকার ভূমিহীনদের এখনো জমি ও ঘর নির্মাণ করে দিচ্ছে। এজন্য ক্ষুদ্র নৃগোষ্ঠির জনগণেল মধ্যে ভূমিহীনদের জমি ও ঘর নির্মাণ করে দেয়ার জন্য প্রকৃত ভূমিহীনদের তালকা তৈরীর জণ্য পরামর্শ দেন তিনি।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির কার্যনির্বাহী পরিষদেও সদস্য ও সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, একাডেমির নির্বাহী পরিষদের সদস্য মনোয়ারা পারভীন, সুবোধ চন্দ্র মাহাতো, সুসেন কুমার শ্যামদুয়ার ও শেলী প্রিসিল্লা বিশ্বাস, গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু, ও গবেষণা সহকারী মোহাম্মদ শাজাহান।