নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. অলীউল আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ রাজশাহী মহানগর এর সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী ।
সোমবার দুপুর ১ টায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যানের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন মহানগর জাসদের সহ-সভাপতি শাহারিয়ার রহমান সন্দেশ ও সহ সম্পাদক পাভেল ইসলাম মিমুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্যে গত ৬ নভেম্বর রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে তিনি দায়িত্ব গ্রহণ করেন। অধ্যাপক অলীউল আলম রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজে কর্মরত ছিলেন।