নিজস্ব প্রতিবেদক: ডায়াবেটিসের ঝুঁকিসমুহ এবং এর প্রতিরোধে করণীয় সম্পর্কে জানুন, এই স্লোগানে মঙ্গলবার নানা কর্মসূচীর মধ্যে দিয়ে সারা দেশের ন্যায় রাজশাহীতে আন্তর্জাতিক ডায়াবেটিস দিবস উদযাপন করা হয়। ডায়াবেটিক কল্যাণ কেন্দ্র রাজশাহীর আয়োজনে বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগরীর আলপুট্টির মোড় হতে বর্নাঢ্য র্যালি বের করে মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় আলুপট্টি নিজ কার্যালয়ে সামনে গিয়ে শেষ করা হয়। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি, সমাজসেবী শাহীন আকতার রেনী।
বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর শাখার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ডায়াবেটিক কল্যাণ সমিতি রাজশাহী সভাপতি ডা.এফ এম এ জাহিদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর শাখার সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, রাজশাহী কবি কুঞ্জের সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন প্রামানিক, জাসদ রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল। এছাড়াও অত্র কেন্দ্রের অন্যান্য ডাক্তার, কর্মকর্তা-কর্মচারী, শুধিজন এবং বিভিন্ন ওষুধ কোম্পানীর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।