নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়ন কৃষক লীগের আয়োজনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকেল ৩ টায় হাট রামচন্দ্রপুর ডিগ্রি কলেজ হলরুমে নির্বাচনী প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পারিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহরাব আলী।
পারিলা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি সুজন কবির, হরিয়ান ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোস্তাক আহমেদ ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, পবা উপজেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি আজগর আলী, ৭ নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মঞ্জুর রহমান ও কৃষক লীগ নেতা আব্দুস সামাদ জিল্লুর সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক ও বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ।