নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। রোববার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে বিএমডিএ প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আব্দুর রশীদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিয়া শিরিন, যুগ্ম সচিব (বাজেট ও মনিটরিং) কৃষি মন্ত্রণালয় ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব তাসলিমা আহমেদ পলি (পরিকল্পনা-৫ শাখা) ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর ফোকাল পয়েন্ট কর্মকর্তা তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ।
এসময় আরো উপস্থিতি ছিলেন (বিএমডিএ) অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরীফুল হক, শহিদুর রহমান, এটিএম মাহফুজুর রহমান, সুমন্ত কুমার বসাক, নাজিরুল ইসলাম, শিবির আহমেদ ও সমসের আলী, প্রকল্প পরিচালক রেজা মোহাম্মদ নূরে আলম ও সেলিম কবীরসহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক কৃষি, মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলীবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।