নিজস্ব প্রতিবেদক: গতকাল রোববার থেকে শুরু হয়েছে বিএনপি’র ডাকা ৪৮ ঘন্টার হরতাল। চলবে আগামী মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত। এই হরতালে বিএনপি’র সাথে সমমনা দলগুলো সমর্থন জানিয়েছে। হরতালের সমর্থনে এবং জাতীয় সংসদ নির্বাচনের তফশিল পিছানো, প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশন পদত্যাগের দাবীতে রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য রায়হানুল আলম রায়হান ও রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলাম জনির নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়।
রোববার সকালে নগরীর তেরখাদিয়া স্টেডিয়ামের সামনে থেকে মিছিল বের করে নেতৃবৃন্দ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময়ে সরকার ও নির্বাচন কমিশনের পদত্যাগের দাবীতে নানা ধরনের স্লোগান দেন তারা।