নিজস্ব প্রতিবেদক: ‘ফর এভরি চাইল্ড, এভরি রাইট’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে কারিতাস রাজশাহী অঞ্চলের আওতাধীন আলোকিত শিশু প্রকল্পের উদ্যোগে সোমবার আলোকিত শিশু প্রকল্পের ডিআইসিতে বিশ্ব শিশু দিবস পালন করা হয়। প্রত্যেক শিশুর জন্য প্রত্যেকটি অধিকার এই স্লোগানে যথাযোগ্য মর্যদার সাথে দিবসটি উদযাপন করা হয়। সভায় উপস্থিত ছিলেন কর্মসূচী কর্মকর্তা র্যান্সি রুথ হাঁসদা। তিনি তার বক্তেব্যে বলেন, সারা বিশ্বে শিশুদের অধিকার সুরক্ষিত করতে দিবসটি পালন করা হয়। প্রতি বছর ২০ নভেম্বর এই দিনটি গোটা পৃথিবীতে উদযাপন করা হয়।
তিনি আরো বলেন, বিশ্বের দায়িত্ববান ও সামর্থবান মহলকে সচেতন করা হলো এই দিবসের লক্ষ। বক্তব্যের পূর্বে দিবসটি উপলক্ষে র্যালী করা হয়। র্যালীটি পদ্মা আবাসিক এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিআিইসিতে এসে শেষ করা হয়। আলোকিত শিশু প্রকল্পের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা ফরিদুল ইসলামের সঞ্চালনায় কারিতাস আলোকিত শিশু প্রকল্পের সকল স্টাফসহ মোট ৪৩ জন উপস্থিত ছিলেন।