নিজস্ব প্রতিবেদক: “এক ইঞ্চি জমি অনাবাদি রাখা যাবে না” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা বোর্ড এর ৮২তম সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে বিএমডিএ প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষ-১ এ এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএমডিএ চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান।
বিএমডিএ চেয়ারম্যান বেগম আখতার জাহান বোর্ড সভার সূচনা বক্তব্যের শুরুতেই শ্রদ্ধাভরে স্মরন করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীনতার মহান স্থাপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতাকে। সেইসাথে শহীদ বীর মুক্তিযোদ্ধাদেও প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি। এছাড়াও তাঁকে দ্বিতীয় বারের মত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
তিনি বলেন, বরেন্দ্র অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নসহ সারা বাংলার মানুষের খাদ্যের যোগান বৃদ্ধিতে বিএমডিএর অবদান চোখের সামনে দৃশ্যমান। মরুময় বরেন্দ্র অঞ্চল বিএমডিএ’র কল্যাণে আজ সুজলা-সফলা, শস্য-শ্যামলায় পরিণত হয়েছে। তিনি বলেন, বরেন্দ্রের কল্যাণেই বাংলাদেশ আজ খাদ্য ঘাটতির দেশ হতে খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে। কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি এর সার্বিক তত্ত্বাবধানে কৃষির এই ব্যপক উন্নয়নে তারা গর্বিত বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, বিএমডিএ প্রিপেইড মিটারিং এর মাধ্যমে স্মার্ট কার্ড দিয়ে কৃষকদের সেচ প্রদানের উদ্যেক্তা এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বিদ্যুতের উপর চাপ কমাতে সোলার পাওয়ার নিয়ে কাজ করছেন। তেমনি পানির অপচয় কমিয়ে ভূ-গর্ভস্থ পানির উপর চাপ কমাতে শতভাগ ভূ-গর্ভস্থপাইপ লাইনের মাধ্যমে সেচ প্রদান বিষয়ে কাজ করছেন। শুধু তাই নয় পরিবেশ নির্মল রাখতে বৃক্ষ রোপণ ও উৎপাদন বাড়াতে মানসম্পন্ন বীজ সরবরাহ করছেন। এছাড়াও গ্রামীন মানুষের স্বাস্থ্য সুরক্ষায় সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা করেছেন বলে জানান তিনি।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা বোর্ড সভায় উপস্থিত ছিলেন মন্ত্রীপরিষদ বিভাগের সাধারণ অধিশাখার যুগ্ম-সচিব (সংযুক্ত) সাজজাদুল হাসান, বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিনিধি) আখতারুজ্জামান, জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যান চৌধুরী রাজশাহী, সহকারী পুলিশ সুপার আ.ন.ম.নিয়ামত উল্লাহ, বিএমডিএ এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা, বোর্ড সদস্য চাঁপাইনব্বগঞ্জ এর সাকিনা খাতুন (পারুল), কৃষিবিদ সিরাজগঞ্জের সাখাওয়াত হোসেন সুইট, বিরল উপজেলা চেয়ারম্যান এ.কে.এম মোস্তাফিজুর রহমান বাবু, বিএমডিএ’র নির্বাহী পরিচালক ও সদস্য সচিব আব্দুর রশীদ এবং বিএমডিএ’র সচিব যোবায়ের হোসেন।