নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর এয়ারপোর্ট থানা এলাকায় পুলিশের টহল গাড়িতে ককটেল হামলা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। বুধবার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে থাকা বায়া মাছের আড়তের দক্ষিণে নির্জন এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্য হলেন- কনস্টেবল জাহিদুল ইসলাম ও শামীম হায়দার। তারা দুজনই রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় কর্মরত।
রাজশাহীর এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরান হোসেন জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে বায়া মাছের আড়তের দক্ষিণে এয়ারপোর্ট থানা পুলিশের টহলরত গাড়িকে লক্ষ্য করে দুর্বৃত্তরা একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
এতে ঐ টহল গাড়িতে থাকা ডিউটিরত পুলিশ কনস্টেবল জাহিদুল ইসলাম ও শামীম হায়দার আহত হন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনার পর ঐ এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। বর্তমানে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।